
দেশব্যাপী চাঞ্চল্যকর মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতিত ও ধর্ষিত হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান।
আজ বুধবার বিকালে আছিয়ার বাড়িতে গিয়ে জামায়াত নেতৃবৃন্দ গরু ও বাছুর প্রদান করেন। সেই সাথে পাকা গোয়াল ঘরও নির্মাণ করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে আছিয়ার পরিবারকে একটি গাভী ও বাছুর প্রদান করা হয়েছিল। ফলে আছিয়ার পরিবারকে দুটি গাভী ও দুটি বাছুর প্রদান করা হলো। গাভীর দুধ বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে।
মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের আছিয়ার বাড়িতে গিয়ে আছিয়ার মা আয়েশা খাতুনের হাতে আমীরে জামায়াতের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো: মোবারক হোসাইন গাভীও বাছুর হস্তান্তর করেন।
এই সময় উপস্থিত ছিল জেলা জামায়াতের সাবেক আমীর ও বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ,বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড, আলমগীর বিশ্বাস, মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের ।
গাভী হস্তান্তর প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো: মোবারক হোসাইন , জেলা জামায়াতের সাবেক আমীর ও বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ,মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের প্রমুখ।
গাভী পালনের মাধ্যমে সারা বছর দুধ বিক্রির মাধ্যমে দৈনিক ৫শত টাকার মতো আয়ের মাধ্যমে আছিয়ার পরিবার ভালো বেঁচে থাকতে পারবে। উল্লেখ্য মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশু কন্যা আছিয়া মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী মাঠ পাড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ৫মার্চ ২০২৫ তারিখে ধর্ষিত হয়। তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরো অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে এবং সর্বশেষ সিএমএইচ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ২০২৫ তার মৃত্যু হয়। এই ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখের ফাঁসির আদেশ হয়।
Mily