
ছবি: জনকণ্ঠ
উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌকিট শাখা মালয়েশিয়া । মঙ্গলবার কুয়ালালামপুরে একটি হোটেলেঅভিযান আয়োজিত এ মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন চৌকিট শাখা বিএনপি সহ- সভাপতি মো. জাহাঙ্গীর সরদার ও সঞ্চালনা করেন চৌকিট শাখা সাধারন সম্পাদক সুমন হোসেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, মোঃ শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বিএনপি নেতা আলী হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সাধারন সম্পাদক বশির আলম, যুবদল নেতা জসিম উদ্দিন, রমজান আলী, হাসিবুল হোসেন শান্ত, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, জাসাস আহবায়ক শেখ আসাদুজ্জামান মাসুম প্রমুখ।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মিজানুর রহমান সুমন, জাহাঙ্গীর আলম, মিন্টু সরকার, রফিক সরকার, যুবদল নেতা বাবু সরকার, শাহীন আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আলী খান জুয়েল, ইমরান, চোকিট শাখা বিএনপি নেতা হুমায়ুন মাল, হুমায়ুন কবির চৌধুরী, আবু বকর সিদ্দিক মনি, ইকবাল মিয়া, সাইফুল ইসলামসহ ও স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয় । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ইশফাক ।
ছামিয়া