ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

গাজীপুরে একটি বৃদ্ধি বাগেরহাটে ১টি কমানোর সুপারিশ

৩৯ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৮, ৩০ জুলাই ২০২৫

৩৯ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

৩৯ আসনের সীমানায় পরিবর্তন

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯ আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বচন কমিশনে (ইসি)। তবে ১০ আগস্ট পর্যন্ত সংসদীয় আসনের এ খসড়া তালিকার বিরুদ্ধে আবেদন করা যাবে। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এদিকে গাজীপুর জেলায় ১টি আসন বাড়ানো ও  বাগেরহাট জেলায় ১টি আসন কমনোর সুপারিশ করেছে ইসি। 
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।
যে ৩৯ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে সেগুলো হচ্ছে- পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২ সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট -২ ও ৩ আসন।
গাজীপুর ১টি আসন বাড়ানো ও  বাগেরহাট ১টি কমানোর সুপারিশ ॥  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলায় ১টি আসন বাড়ানো ও  বাগেরহাটে ১টি আসন কমানোর সুপারিশ করেছে নির্বাচন কমিশনের (ইসি)  বিশেষায়িত কারিগরি কমিটি।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, যেসব জেলায় ভোটার বেশি সেসব জেলায় সংসদীয় আসন বাড়বে আর যেসব জেলায় ভোটার কম সেখানে আসন কমবে। ভোটার সংখ্যাভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে।
আনোয়ারুল ইসলাম জানান, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশও নেওয়া হয়। এ জন্য কটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। তিনি জানান, আসনপ্রতি গড় জনসংখ্যা ৪ লাখ ২০ হাজার ধরে আসন কমানো ও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্যানেল হু

আরো পড়ুন  

×