ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও তথ্য ও গবেষণা সম্পাদককে অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৮:৫৪, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৫৬, ৩১ জুলাই ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও তথ্য ও গবেষণা সম্পাদককে অব্যাহতি

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মির্জাগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাকসুদ আহমেদ বায়জিদকে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্ত ৩১ জুলাই থেকে কার্যকর করা হলো বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংও সরকার কুটি ও সাধারণ সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যা সদয় অবগতির জন্য বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মির্জাগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুলিপি প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ্য, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মোঃ শামসুল হককে গত ২৯ জুলাই হাত-পা ভাঙ্গাসহ হত্যার হুমকি দেয় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান জুয়েল ও সহযোগীরা। ঘটনাটি ঘটে উপজেলা পরিষদের সামনে। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় জিডি করেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ শামসুল হক। জিডি নং-১১৭৯, তারিখঃ ২৯-০৭-২৫। লিখিত অভিযোগ দিয়েছেন মির্জাগঞ্জের সেনা ক্যাম্পে ও পটুয়াখালী জেলা বিএনপির কাছে।  

আবির

×