
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ওরফে মজনু (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের গাঁড়ই গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
গ্রেপ্তারের পর বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নুসরাত