ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:২৩, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২৩, ৩১ জুলাই ২০২৫

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

মানিকগঞ্জ জেলায় সম্প্রতি সময়ে সংঘটিত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ১৬টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ সার্কেল অফিসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সহকারী পরিচালকের (ইঞ্জিনিয়ার) কার্যালয়ের সহকারী পরিচালক এডি মাহবুব কামাল-এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন প্রমুখ।

অনুষ্ঠানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে একটি মানবিক সহানুভূতির প্রতিফলন।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি জীবন হারানো বা পঙ্গু হয়ে যাওয়া কোনোভাবেই পূরণীয় নয়, তবে সরকারের এই সহায়তা পরিবারগুলোর কিছুটা হলেও কষ্ট লাঘব করবে। আমরা সচেতনার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য কাজ করছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হয় তা একসময় তেমনভাবে কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষেরা জানতেন না। আমরা বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে তা জানানোর চেষ্টা করছি।

ক্ষতিগ্রস্ত সদস্যরা হলেন: মালেকা বেগম, শহিদুল, মোঃ জোনাব আলী, মোঃ মিঠু মিয়া, মোঃ আব্দুল আহাদ খান, মোঃ মাসুদুর রহমান, মহাদেব মোদক, হোসনেয়ারা বেগম, মোঃ জাহিদ হাসান, মোঃ মোসা মিয়া, আবুর বাসার, মোছাঃ বিথি আক্তার, ফুলমতি বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম, সাবিনা আক্তার, মোঃ শফিকুল ইসলাম ও আকাশ দেবনাথ।

আফরোজা

×