ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ড. খন্দকার মারুফ হোসেন

গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে প্রয়োজন রাজনৈতিক পরিপক্বতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ২৩:১৯, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ২৩:২১, ৩০ জুলাই ২০২৫

গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে প্রয়োজন রাজনৈতিক পরিপক্বতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে হলে আমাদের প্রয়োজন রাজনৈতিক পরিপক্বতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। আমরা চাই, সংশ্লিষ্ট সকল মহল এই বিষয়ে গঠনমূলক আলোচনা ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করুন।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় ড. খন্দকার মারুফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন।

ড. খন্দকার মারুফ বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত খসড়া নির্বাচনী আসন পুনর্বিন্যাস—বিশেষ করে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসন ঘিরে—বিভিন্ন মহলে আলোচনা ও পর্যালোচনা চলছে, যা একটি গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক এবং প্রত্যাশিত।

তিনি সকলের উদ্দেশে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আহ্বান জানান, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যেন কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি, বিভ্রান্তিকর প্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক সৃষ্টি না হয়।

ড. মারুফ হোসেন আরও বলেন, আসুন, আমরা ভিন্নমতকে শ্রদ্ধা জানিয়ে, যুক্তি ও তথ্যের ভিত্তিতে আলাপ-আলোচনা করি—এটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

সানজানা

×