
মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। টাকা তুলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি আঙটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ব্যবসায়ী খসরুর ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। এ সময় চাচাতো বোন সুহাদা ও চাচাতো ভাই সিয়ামও সঙ্গে ছিল। তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চাচা ও চাচাতো বোনের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
এ বিষয়ে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সানজানা