ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

হোয়াইট হাউসের দাবিতে জল ঢেলে দিলো দিল্লি!

প্রকাশিত: ২০:৪৬, ২৯ জুলাই ২০২৫

হোয়াইট হাউসের দাবিতে জল ঢেলে দিলো দিল্লি!

ছবি: সংগৃহীত

সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার লোকসভায় বলেন, ১০ মে’র যুদ্ধবিরতি পাকিস্তানের অনুরোধেই হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের কোনো দেশের কোনো নেতা ভারতের "অপারেশন সিঁদুর" থামাতে বলেননি।

অপারেশন সিঁদুর ও পাহেলগাম জঙ্গি হামলা নিয়ে লোকসভায় বিতর্কের জবাবে মোদি বিরোধী দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেন, যিনি জানতে চেয়েছিলেন কেন মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবি চ্যালেঞ্জ করেননি—যেখানে ট্রাম্প বলেছিলেন, তিনিই ভারত-পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন।

প্রথমবারের মতো এসব তথ্য প্রকাশ করে মোদি বলেন, “প্রথম দিন থেকেই আমরা বলেছি—আমাদের অভিযান ছিল 'নন-এস্কালেটরি' (উত্তেজনা বাড়ানোর জন্য নয়)। বিশ্বের কোনো নেতা আমাদের থামতে বলেননি। ৯ মে রাতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আমাকে ফোন করার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টা করেন, কিন্তু আমি তখন সেনাবাহিনীর সঙ্গে এক বৈঠকে ব্যস্ত ছিলাম। পরে যখন আমি তাকে ফোন করি, তখন তিনি জানান—পাকিস্তান বড় ধরনের হামলার পরিকল্পনা করছে।”

“আমি তখন তাকে বলেছিলাম, যদি পাকিস্তানের এমন মনোভাব থাকে—তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে। যদি ওরা গুলি চালায়, আমরা গোলাবর্ষণ করব। ‘হাম গুলি কা জবাব গুলি সে দেঙ্গে।’ ১০ মে আমরা পাকিস্তানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছি। এটিই ছিল আমাদের জবাব, আমাদের সংকল্প। আজ পাকিস্তান ভালোভাবেই জানে—ভারতের প্রতিটি জবাব আগের চেয়ে বড় হয়। ভবিষ্যতে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারত যে কোনো চরম পদক্ষেপ নিতে পারে—তা এখন তারা বুঝে গেছে। আমি এই গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে আবারও বলছি: অপারেশন সিন্দুর এখনও চলছে।”

আবির

আরো পড়ুন  

×