ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ট্রাম্পকে খুশি করতে বাংলাদেশের নতুন পরিকল্পনা! কী কী থাকছে প্যাকেজে?

প্রকাশিত: ১০:৫৯, ৩০ জুলাই ২০২৫

ট্রাম্পকে খুশি করতে বাংলাদেশের নতুন পরিকল্পনা! কী কী থাকছে প্যাকেজে?

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ৩৫ শতাংশ শুল্ক আরোপের পর গভীর সংকটে পড়েছে অন্তর্বর্তী সরকার। কূটনৈতিক যোগাযোগ ও বৈঠক করেও এ শুল্ক প্রত্যাহারের কোনো আশ্বাস মেলেনি। পরিস্থিতি সামাল দিতে এবার ‘বিশেষ প্যাকেজ’ প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

শাহাদাত রিফাতের প্রতিবেদনে জানা যায়, দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। তৈরি পোশাক খাতসহ প্রধান রপ্তানি খাতগুলো পড়েছে বিপুল চাপে।

সরকার ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বোইং কোম্পানি থেকে ২৫টি বিমান কেনার চুক্তি নিশ্চিত করেছে। সেইসঙ্গে ৬২৬টি পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

অর্থ উপদেষ্টা মো. সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন। এ সফরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি এবং তার সঙ্গে থাকা প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য সচিবরা।

বাংলাদেশের পক্ষ থেকে ওয়াশিংটনকে বোঝাতে চাওয়া হচ্ছে যে, উভয়পক্ষের জন্য লাভজনক সম্পর্ক বজায় রাখতে শুল্ক কমানো জরুরি। সে লক্ষ্যে বেসরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, টিসিবি গম ও সয়াবিন তেল কিনছে, এবং বোইং-এর সঙ্গে বৃহৎ বিমান ক্রয় চুক্তিও এই কূটনৈতিক কৌশলের অংশ।

নুসরাত

×