ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মাদকাসক্ত ছেলেকে নিজ হাতে ’মুক্তি’ দিয়ে আত্মসমর্পণ করলেন মা-বাবা

প্রকাশিত: ১৪:৪০, ৩০ জুলাই ২০২৫

মাদকাসক্ত ছেলেকে নিজ হাতে ’মুক্তি’ দিয়ে আত্মসমর্পণ করলেন মা-বাবা

ছবি: সংগৃহীত।

বরিশালের বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন বাবা ও মা। নিহত যুবকের নাম মো. হাসান (১৮)। তিনি বাকেরগঞ্জ পৌরসভার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা জাফর গাজী ও নাজমা বেগমের একমাত্র ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে মাদকের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে হাসানের তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সে তার মাকে আঘাত করে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে জাফর গাজী পাশে থাকা একটি লোহার পাইপ দিয়ে ছেলেকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসানের চাচি জানান, পিটুনি চলাকালে হাসান চিৎকার করে কাকাকে ডাকছিল: “কাকা আমারে বাঁচান!” চাচি বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তিনি বলেন, "আমি ওর বাবার পা ধরছিলাম, বলছিলাম—বাবা, তুই ওরে মারিস না।"

ঘটনার পরপরই হাসানের বাবা-মা বাড়ি ছেড়ে বের হয়ে যান এবং পরবর্তীতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ওসি আজাদ আরও জানান, হাসানের বোন বাদী হয়ে তার বাবা জাফর গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। ঘটনার দিন বিকেলেও সে তার মায়ের কাছে ৫ হাজার টাকা দাবি করে, যা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মাকে মারধর শুরু করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নুসরাত

×