
ছবিঃ সংগৃহীত
ওকরিজ ন্যাশনাল ল্যাবরেটরি (ORNL) এবং অ্যাটমিক ক্যানিয়ন যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্সিং প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার ‘ফ্রন্টিয়ার’-এর সহায়তায় একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
এই অংশীদারিত্বের অংশ হিসেবে, তারা উন্নতমানের একটি এআই মডেল ‘FERMI’ তৈরি করেছে, যা নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনের (NRC) ৫৩ মিলিয়ন পৃষ্ঠার নথিপত্র অধ্যয়ন করে প্রশিক্ষিত হয়েছে। এই এআই মডেলটি তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখাচ্ছে—শীর্ষ দশটি ফলাফলের মধ্যে ৯৮ শতাংশ সঠিক ফলাফল প্রদান করতে সক্ষম হয়েছে।
এই উদ্ভাবনী উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে লাইসেন্সিং প্রক্রিয়াকে দ্রুততর ও আরও নির্ভুল করা, পারমাণবিক নিরাপত্তা বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব পরমাণু জ্বালানির চাহিদা মেটাতে সহায়তা করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের এআই নির্ভর প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিষ্কার জ্বালানির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নোভা