ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নাহিদ ইসলাম

“এবার মহানিশার শেষে, আসবে ঊষা অরুণ হেসে, তরুণ বেশে”

প্রকাশিত: ১৯:০৩, ৩০ জুলাই ২০২৫

“এবার মহানিশার শেষে, আসবে ঊষা অরুণ হেসে, তরুণ বেশে”

ছবিঃ সংগৃহীত

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেন, “এবার মহানিশার শেষে, আসবে ঊষা অরুণ হেসে, তরুণ বেশে।”

নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে জুলাই পদযাত্রার পথসভায় নাহিদ ইসলামের সম্মুখে জনতার অনিঃশেষ সমাবেশ। এই সম্মিলনের অনুপ্রেরণার ধারা অনির্বাণ জাগ্রত!

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/16pvmYop7k/

 

মারিয়া

×