ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ৩০ জুলাই ২০২৫

করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

জেলার করিমগঞ্জে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে সাইফা আক্তার (৯) ও মায়মুনা আক্তার (৮) নামে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিক্ষার্থীর মধ্যে সাইফা দক্ষিণ আশতকা গ্রামের এখলাছ মিয়ার মেয়ে এবং মায়মুনা একই এলাকার রতন মিয়ার মেয়ে। তাদের মথ্যে সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও মায়মুনা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে বাড়ির সামনে খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে সাইফা ও মায়মুনা পাশের নদীতে গোসল করতে নামে। পরে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ওই দুই শিশু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

এদিকে স্থানীয়দের অভিযোগ, নদীপাড়ে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কবার্তা না থাকায় প্রায়শই ছোটরা গোসল করতে নামে। এতে করে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

একই গ্রামের দুই শিশু শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন, শিশুদের শিক্ষক-সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
অপরদিকে স্থানীয়দের খবরে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ও স্থানীয় গুনধর ইউপি চেয়ারম্যান আবু সায়েম রাসেল ঘটনাস্থলে ছুটে যান।

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

রাজু

আরো পড়ুন  

×