
ছবিঃ সংগৃহীত
লিভ-ইন সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্য। তাঁর বক্তব্যে নারীদের বিরুদ্ধে অবমাননাকর ও যৌনতা-আক্রান্ত মন্তব্য রয়েছে বলে অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানি।
ভাইরাল হওয়া এক ভিডিওতে অনিরুদ্ধাচার্য বলেন, ‘‘ছেলেরা বিয়ের জন্য ২৫ বছরের মেয়েকে পছন্দ করে, অথচ সে বয়সে মেয়েরা ৪-৫ জনের শয্যাসঙ্গিনী হয়ে যায়।’’ এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে খুশবু জানান, যদি তিনি ওই সভায় থাকতেন, তাহলে প্রকাশ্যে অনিরুদ্ধাচার্যকে জবাব দিতেন। এমনকি তাঁকে ‘‘দেশদ্রোহী’’ বলেও আখ্যা দেন তিনি।
খুশবু প্রশ্ন তোলেন, কেন শুধু মেয়েদের লক্ষ্য করে এ মন্তব্য? ছেলেরাও তো লিভ-ইনে থাকেন—তাদের বিষয়ে তিনি কিছু বললেন না কেন? তিনি অনিরুদ্ধাচার্যের বক্তব্যকে লিঙ্গবৈষম্যমূলক এবং সামগ্রিকভাবে নারীবিদ্বেষী বলেই মনে করেন।
প্রসঙ্গত, খুশবু পাটানি একজন প্রাক্তন সেনা কর্মকর্তা (মেজর পদে) এবং বর্তমানে ফিটনেস ও মেডিটেশন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
আবির