
ছবিঃ সংগৃহীত
"আমাদের জুলাই কোনো আন্দোলন বা PROTEST না, আমাদের জুলাই একটা বিপ্লব"—এমনটাই জানিয়েছেন জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স (July Revolutionary Alliance - JRA)–এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমদ সামরান।
সংগঠনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আহমদ সামরান লেখেন,
“আমাদের জুলাই কোনো আন্দোলন বা PROTEST না, আমাদের জুলাই একটা বিপ্লব, যেখানে সামান্য তেলাপোকা ভয় পাওয়া মানুষজনও বুলেট-গুলি-মেশিনগানের সামনে দাঁড়িয়ে ছিলো।
জুলাই আমাদের গর্ব, জুলাই আমাদের অস্তিত্ব।
ইনকিলাব জিন্দাবাদ।”
এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমার প্রশ্ন না, এটা আমার রিকোয়েস্ট—এইখানে যারা উপস্থিত আছেন সবার কাছে, যারা আমার থেকে সিনিয়র।
বিষয়টা হচ্ছে—আমাদের জেনারেশনের সবাই ওয়ার্ল্ড নিয়ে অনেক বেশি সিরিয়াস। তো আপনারা যখন আমাদের গণঅভ্যুত্থানকে বা রেভ্যুলেশনকে প্রোটেস্ট বা আন্দোলন বলেন, তখন আমাদের অনেক খারাপ লাগে।
প্লিজ, এটা আসলে কোনো সাধারণ আন্দোলন ছিলো না—এটা আমাদের কাছে একটি বিপ্লব ছিলো।
আমার যে ফ্রেন্ডটা সামান্য তেলাপোকা দেখলে ভয় পেতো, ওরা মেশিনগানের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলো। ওরা তখন ভয় পায় নাই।
এটা আসলে আমাদের হৃদয়ের ভেতরে একটা বিপ্লব কাজ করছিলো—যেটা এখনো আছে।
এই জন্য যখন দেখি কেউ আমাদের এই বিপ্লব বা অভ্যুত্থানকে ‘সাধারণ আন্দোলন’ বলে—তখন খারাপ লাগে।
এই জন্য প্লিজ, এই বিষয়টা যদি কনসিডার করতেন।”
ইমরান