ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মাঝ আকাশে ত্রুটি, ফিরতে হলো বাংলাদেশ বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইটকে

প্রকাশিত: ০৬:০২, ৩০ জুলাই ২০২৫

মাঝ আকাশে ত্রুটি, ফিরতে হলো বাংলাদেশ বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইটকে

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী একটি ফ্লাইট মাঝ আকাশে কারিগরি ত্রুটির ইঙ্গিত পাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানটির ফ্লাইট নম্বর ছিল বিজি-৩৪৯। এটি একটি বোয়িং ৭৭৭-ইআর মডেলের বিমান, যার আসন সংখ্যা প্রায় ৪৫০। ফ্লাইটটি সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টা ৩৩ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই এটি ফিরে আসে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের পরপরই ককপিটে ক্যাবিন প্রেসার ওয়ার্নিং আসে। পাইলট যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান জানান, পরবর্তীতে যাত্রীদের জন্য একটি বিকল্প উড়োজাহাজ প্রস্তুত করা হয় এবং তাদের সফলভাবে দাম্মামে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ফ্লাইটটি ফিরে আসার পর বিমানের প্রযুক্তি ও প্রকৌশল বিভাগ বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজটি পরীক্ষা করে এবং এটি পরবর্তী ফ্লাইট পরিচালনার জন্য উপযোগী বলে ঘোষণা দেয়।

রাকিব

×