ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বন্ধু খুন

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:১২, ৩০ জুলাই ২০২৫

ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বন্ধু খুন

ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাড়িতে রিয়াদ (২৫) নামে অপর এক বন্ধু খুন হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রামের ভাটুয়াপাড়ার বন্ধু নাদিমের বসতঘর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিয়াদ উপজেলার আচারগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক আচারগাঁওয়ের গারুয়া পোড়াবাড়িয়া গ্রামের জনৈক হানিফ মিয়ার একটি অটোরিকশা বাড়ি থেকে চুরি হয়। চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফ এবং তার লোকজন রিয়াদকে আটক করে। আটকের পর আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে একটি সালিশ বৈঠক বসে।

সালিশ দরবারে আটক রিয়াদ হানিফের অটোরিকশা চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয়। চুরির সাথে একই গ্রামের গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের নাদিম মিয়াও জড়িত বলে সে জানায়। এসময় সালিশে উপস্থিত মাতব্বরগণ লোকদের দিয়ে নাদিমকে ধরে আটক করে। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশে উপস্থিত হয়ে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে। ওইদিন রাতে রিয়াদ নাদিমের বাড়িতে থেকে যায়। পরদিন সকালে স্থানীয় লোকজন ওই ঘরে নিহত নাদিমের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিয়াদ ও নাদিম তারা একে অপরের বন্ধু ছিল।

নিহত রিয়াদের পিতা আব্দুল লতিফ জানান, আমার ছেলের সাথে একই গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে আবুল হোসেনের সাথে মনোমালিন্য ছিল।

নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মুজাহিদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আফরোজা

×