ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

গ্রেপ্তার হলেন ইউপি চেয়ারম্যান

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ২১:১৬, ৩০ জুলাই ২০২৫

গ্রেপ্তার হলেন ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় এলাকা থেকে উলিপুর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি উলিপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সানজানা

×