ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে দুই তরুণীর বিবাহ নিয়ে চাঞ্চল্য, মানসিক চিকিৎসার পরামর্শ দিয়ে সুষ্ঠু সমাধান করে দেয়ায় প্রশংসায় ভাসছে ওসি মোস্তফা

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:৩০, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ২২:১৬, ৩০ জুলাই ২০২৫

গোপালগঞ্জে দুই তরুণীর বিবাহ নিয়ে চাঞ্চল্য, মানসিক চিকিৎসার পরামর্শ দিয়ে সুষ্ঠু সমাধান করে দেয়ায় প্রশংসায় ভাসছে ওসি মোস্তফা

মুকসুদপুরের কমলাপুর গ্রামে লামিয়া ও মিমের বিবাহ নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সেই ঘটনার সুষ্ঠ সমাধান করে প্রশংসার জোয়ারে ভাসছেন মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১২ টার দিকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল এর উদ্যোগে এই ঘটনার সমাধান করা হয়।


তিনি দুই পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করে মানসিক চিকিৎসা করতে পরামর্শ দেন। এতে করে এলাকায় প্রশংসার জোয়ারে ভাসছেন মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল, এস আই মোস্তাফিজুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ উভয়ের পরিবারের আত্মীয়স্বজন।

 
 
 

রিফাত

আরো পড়ুন  

×