ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রকাশিত: ১১:৫২, ৩০ জুলাই ২০২৫

৭ দিনের রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ছবি: সংগৃহীত।

সংবিধানের ১৩তম সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৭ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১১ সালের ১০ মে খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন, যেখানে উল্লেখ ছিল—আরও দুই দফা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা গেলেও বিচারপতিদের সেই সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। অভিযোগে বলা হয়েছে, তিনি পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করে দুর্নীতিপূর্ণ ও বিদ্বেষমূলকভাবে জালিয়াতি করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, খায়রুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই বিতর্কিত রায়ের নেপথ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে।

উল্লেখ্য, ২৪ জুলাই সকালে রাজধানীর ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নুসরাত

×