ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

শোক যখন শক্তি, রুখবে তাদের কে?: কামাল আকবর

প্রকাশিত: ০৭:৫৭, ৩০ জুলাই ২০২৫

শোক যখন শক্তি, রুখবে তাদের কে?: কামাল আকবর

ছ‌বি: সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় বলেছেন, “শোক যখন শক্তি- রুখবে তাদের কে?”

তিনি জানান, কেউ শহীদের মা, কেউ বোন, কেউ আবার জুলাই নারী-যোদ্ধা। নিজেদের আপনজনের প্রথম মৃত্যুবার্ষিকীর শোক বুকে নিয়েও তাঁরা অংশ নিয়েছেন উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণে। চাকরির জন্য নয়, অদম্য স্বপ্নকে বাস্তব করার লক্ষ্যেই তাঁরা এ যাত্রায় নেমেছেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যেন শোককে শক্তিতে রূপান্তরিত করার এক জীবন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কামাল আকবর বলেন, “দুর্বার এই মানুষগুলোর পাশে থাকুন, বিনিয়োগ করুন। আপনাদের প্রেরণাতেই একদিন তারা হয়ে উঠবেন বিশ্বের দামি ব্র্যান্ড।”

তিনি প্রশিক্ষণ ভেন্যু ব্যবহারের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম.কে.

×