ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ব্রেইন স্ট্রোক মানেই মৃত্যু নয়, আগেই চিনে নিন সতর্কবার্তা

প্রকাশিত: ০০:০১, ৩১ জুলাই ২০২৫

ব্রেইন স্ট্রোক মানেই মৃত্যু নয়, আগেই চিনে নিন সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

ব্রেইন স্ট্রোক শুনলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মনে। অনেকেই মনে করেন, স্ট্রোক মানেই মৃত্যু বা আজীবন পঙ্গুত্ব। তবে চিকিৎসকদের মতে, স্ট্রোক প্রতিরোধযোগ্য এবং সময়মতো চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়াও সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রোক হঠাৎ করে ঘটে না। এর পূর্বেই শরীর কিছু সতর্কবার্তা দেয়, যেগুলো চিনে নিলে বিপদ এড়ানো সম্ভব।


স্ট্রোকের পূর্ব লক্ষণ:

🟠 মুখ, হাত বা পায়ের হঠাৎ অবশ হয়ে যাওয়া (বিশেষত শরীরের এক পাশে)
🟠 কথা বলতে বা বুঝতে অসুবিধা হওয়া
🟠 এক বা দুই চোখে ঝাপসা দেখা
🟠 ভারসাম্য হারানো বা মাথা ঘোরা
🟠 কোনো কারণ ছাড়াই প্রবল মাথাব্যথা
🟠 অজ্ঞান হয়ে যাওয়া বা সময়জ্ঞান হারানো


সময়ই বাঁচাতে পারে জীবন

চিকিৎসকরা জানান, স্ট্রোকের পর প্রথম ৩ থেকে ৪.৫ ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করা হলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সময়কে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়।


কারা বেশি ঝুঁকিতে?

🔸 উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভোগা ব্যক্তি
🔸 ধূমপায়ী ও অতিরিক্ত মদ্যপানকারী
🔸 স্থূলতা ও অনিয়মিত জীবনযাপনকারীরা
🔸 যাদের পরিবারে আগে স্ট্রোকের ইতিহাস রয়েছে


✅ প্রতিরোধই সবচেয়ে বড় চিকিৎসা

✔️ রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখা
✔️ নিয়মিত ব্যায়াম
✔️ ধূমপান ও মদ্যপান বর্জন
✔️ সুষম খাদ্যগ্রহণ
✔️ পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজিস্ট বলেন, “স্ট্রোক প্রতিরোধযোগ্য। অনেক রোগী কেবলমাত্র সময়মতো হাসপাতালে না আসার কারণে পঙ্গু হয়ে যান বা মৃত্যুবরণ করেন।”

স্ট্রোক কোনো হঠাৎ বিপর্যয় নয়—এটি শরীরের একটি সংকেতযুক্ত বিপদ, যার প্রতিরোধ সম্ভব সচেতনতা ও সময়োচিত চিকিৎসার মাধ্যমে। লক্ষণগুলো চিনুন, ঝুঁকি কমান, জীবন বাঁচান।

Mily

আরো পড়ুন  

×