ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মাউশির নির্দেশনা জারি

সাড়ে তিন লাখের বেশি শিক্ষক ও কর্মচারী পাচ্ছেন বিশেষ সুবিধা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৪, ৩১ জুলাই ২০২৫

সাড়ে তিন লাখের বেশি শিক্ষক ও কর্মচারী পাচ্ছেন বিশেষ সুবিধা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ আর্থিক সুবিধা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ আর্থিক সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার বিকেলে মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 
আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব (উপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। গ্রেড-১০ হতে তদনি¤œ (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ হতে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে কেউই ১৫০০ টাকার কম পাবেন না। 
মাউশির তথ্যানুযায়ী, দেশে ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জন।

প্যানেল হু

আরো পড়ুন  

×