
ছবিঃ সংগৃহীত
চীনে আকস্মিক বন্যায় ভেসে গেল ১২ কোটি টাকার সোনা-রূপা; খুঁজে ফেরেন স্থানীয় বাসিন্দারা
চীনের শানশি প্রদেশের উকুই কাউন্টিতে এক আকস্মিক বন্যায় স্থানীয় একটি স্বর্ণালংকার দোকানের প্রায় ২০ কেজি সোনা ও রূপা ভেসে গেছে। দোকানটির মালিক জানিয়েছেন, মূল সেফটিও পানির তোড়ে হারিয়ে গেছে, যেখানে ছিল নতুন ইনভেন্টরি, পুনরায় কেনা সোনা ও নগদ অর্থ। আনুমানিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ মিলিয়ন ইউয়ান বা প্রায় ₹১২ কোটি টাকা।
রুটিন সকাল থেকে দুঃস্বপ্নে রূপ
২৫ জুলাই সকালে ঘটে যাওয়া এই দুর্যোগ স্থানীয়দের জন্য এক দুঃস্বপ্নের মতো। ‘লাওফেংজিয়াং’ নামের ওই গয়নার দোকানটি খোলা হচ্ছিল মাত্র, তখনই প্রবল জলস্রোত আছড়ে পড়ে। দোকানের মালিক ‘য়ে’ জানান, আগের রাতে বন্যার সতর্কতার কারণে কর্মীরা দোকানেই ছিলেন, কিন্তু সময়ের অভাবে সব গয়না সেফে রাখা সম্ভব হয়নি।
“সব গয়না তখনো শোকেসে ছিল,” বলেন মালিক। মুহূর্তেই এক মিটার উচ্চতার পানি দোকানের ভেতর ঢুকে পড়ে এবং শোকেস, ট্রে ও মূল্যবান গয়না ভাসিয়ে নিয়ে যায়।
সবচেয়ে বড় ধাক্কা আসে যখন প্রধান সেফটিও পানির তোড়ে হারিয়ে যায়। সেখানে ছিল নতুন গয়না, পুনঃপ্রক্রিয়াজাত সোনা এবং নগদ অর্থ—সব মিলিয়ে প্রায় ১০ মিলিয়ন ইউয়ান।
উদ্ধার কাজ চলছে, ফিরল মাত্র ১ কেজি
দোকান মালিকের ছেলে শিয়াওয়ে বলেন, “আমরা দুই দিন ধরে খুঁজছি। এখন পর্যন্ত মাত্র ১ কেজি গয়না উদ্ধার করতে পেরেছি।” কিছু স্থানীয় বাসিন্দা স্বেচ্ছায় পাওয়া গয়না ফেরত দিয়েছেন। তবে দুর্ভাগ্যবশত, সিসিটিভি সিস্টেমটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কিছুই রেকর্ড হয়নি—কেউ সুযোগ নিয়েছে কি না, তা বোঝা যাচ্ছে না।
মাটিতে মিশে খুঁজে চলেছেন স্থানীয়রা
খবরে প্রকাশ, গয়না ভেসে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই অনেক স্থানীয় বাসিন্দাকে মাটিতে খুঁড়ে খুঁজতে দেখা গেছে। কেউ কেউ ধাতব শনাক্তকারী যন্ত্র ব্যবহার করছেন। তবে শিয়াওয়ে জানান, “কিছু বাসিন্দা অন্যদের গয়না কুড়িয়ে নিতে দেখেছেন, কিন্তু এখনো কেউ এগিয়ে আসেননি।”
স্থানীয় প্রশাসন—মার্কেট সুপারভিশন ব্যুরো ও পাবলিক সিকিউরিটি ব্যুরো—এই ঘটনায় তদন্ত শুরু করেছে। এলাকাবাসী এখনো আশা করছে, আরও কিছু মূল্যবান গয়না উদ্ধার হবে।
ইমরান