
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল থেকে প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত ১৪ জন শিক্ষার্থীকে বৃত্তির অর্থ, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের হাতে এসব সম্মাননা তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "অভিভাবক ও শিক্ষকরা কোমলমতি শিশুদের আদর, যত্ন এবং ভালোবাসা দিয়ে সঠিকভাবে শিক্ষাদান করেছেন বলেই আজকের এই সাফল্য। এই বৃত্তিপ্রাপ্তি শিক্ষার্থীদের জীবনে একটি অনন্য প্রেরণা হয়ে থাকবে। এ অর্জন স্কুলের সুনাম বাড়াবে এবং নতুন শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। আমি বিশ্বাস করি, এই স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো ভালো জায়গায় গিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। বর্তমান স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করছে। ইনশাআল্লাহ, আমরা দ্রুতই এই স্কুলকে নতুনভাবে নির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনে স্থানান্তর করব।”
এ বছর বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় স্কুলের মোট ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ৯ জন সাধারণ গ্রেডে সহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন।
রাজু