
কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রাম থেকে অর্ধকোটি টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মোস্তফা নামের এক শীর্ষ মাদক ডিলারকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২ লাখ ৮৮ হাজার টাকা (মাদক বিক্রির আয়), ৪টি মোবাইল ফোন এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। মোস্তফা চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোস্তফা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই তরুণের এলাকায় রয়েছে অর্ধশতাধিক খুচরা বিক্রেতা, যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করত। মাদকের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে হুমকি দিতো মোস্তফা।
অবশেষে বিষয়টি সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে এলে তারা গোপন তৎপরতা জোরদার করে।
সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান, "মোস্তফার বিরুদ্ধে গোপন তথ্য পাওয়ার পর নজরদারি বাড়ানো হয়। বুধবার দিবাগত রাত ১টায় মাদক ও নগদ টাকাসহ তাকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।"
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তার বিরুদ্ধে আগেও আরও দুটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের উৎস ও টাকা সম্পর্কিত তথ্য জানার জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”
নুসরাত