ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইকবাল হোসেন, রাঙামাটি।

প্রকাশিত: ২৩:৪৫, ৩০ জুলাই ২০২৫

রাঙামাটিতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতের জরিমানা

রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া উত্তোলনকৃত বালুও জব্দ করা হয়েছে।


বুধবার (৩০ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।


অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় ফাহিম উদ্দিনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি। এসময় ফাহিম উদ্দিন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর করবেন না বলে মুচলেকা দেন। 


অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।


প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসি ল্যান্ড রুবাইয়া।

 

রিফাত

আরো পড়ুন  

×