
ছবি: জনকণ্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ফোরামের আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য বিপ্লব দে কেটু, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক কাজল, সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন গালিব, এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ প্রমুখ।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এম.কে.