
থাইল্যান্ডে বিস্ফোরণে পুরো কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়
থাইল্যান্ডের মধ্যাঞ্চলের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ২ জন। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর ব্যাঙ্কক পোস্টের।
এতে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ব্যাঙ্ককের উত্তরাঞ্চলের সুপ্তনবুড়ি প্রদেশের মুঅং জেলায় আতশবাজি কারখানায় ওই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ও উদ্ধারকারী অন্যান্য কর্মীরা বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ধ্বংসাবশেষে হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে। দেশটির উদ্ধারকারী সংস্থার ছবিতে দেখা যায়, বিস্ফোরণে মুঅং জেলার ওই কারখানা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারপাশে পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে।
ব্যাঙ্কক পুলিশ প্রাথমিকভাবে এই বিস্ফোরণে চারজন নিহত হয়েছে বলে জানায়। পরবর্তীতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত দুজনকে উদ্ধারের পর পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান ওয়ানচাই খাওরাম বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বিস্ফোরণের কারণ জানার চেষ্টা করছি।’
প্যানেল হু