
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী সরবরাহ চেইনে চলমান অস্থিরতার মাঝেও মিশর তার সুয়েজ ক্যানেল ইকোনমিক জোন (SCZone) কে ইউরোপ ও এশিয়ার জন্য একটি বৈশ্বিক লজিস্টিক হাবে রূপান্তরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ৪৬০ বর্গকিলোমিটার জুড়ে গড়ে ওঠা এই মেগা প্রকল্পটি আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, যেখানে দিয়ে বিশ্ববাণিজ্যের প্রায় ১২%-১৫% ট্রানজিট হয়।
সরবরাহ চেইনের অস্থিরতাকে কৌশলগত সুযোগে পরিণত করতেই মিশর এই অঞ্চলে ৬ হাজার কোটি ডলার সমপরিমাণ সবুজ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটির পরিকল্পনা, টেকসই শিল্প ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর উৎপাদনকে কেন্দ্র করে SCZone-কে একটি বৈশ্বিক বিনিয়োগকেন্দ্রে পরিণত করা।
তবে এই উচ্চাভিলাষী প্রকল্পের পথে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো প্রতিবেশী দেশগুলোর প্রতিদ্বন্দ্বী বন্দর ও লজিস্টিক প্রকল্পগুলোর সঙ্গে প্রতিযোগিতা—সব মিলিয়ে প্রকল্পটির বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, যদি মিশর নিরাপত্তা ও বিনিয়োগ স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে, তবে সুয়েজ ক্যানেল ইকোনমিক জোন ভবিষ্যতে ইউরেশিয়ান বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। তবে এর জন্য দরকার হবে সুপরিকল্পিত অবকাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের বাস্তব পদক্ষেপ।
আসিফ