ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পাচ্ছে ভারত!

প্রকাশিত: ১৮:৩৯, ৩০ জুলাই ২০২৫

রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পাচ্ছে ভারত!

ছবিঃ সংগৃহীত

আগামী ১ আগস্ট, শনিবার থেকে ভারত যুক্তরাষ্ট্রকে ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করবে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা তিনি দিয়েছেন ট্রুথ সোশ্যাল-এ, যা মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম।

তিনি বলেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, গত কয়েক বছরে তাদের সঙ্গে আমরা তুলনামূলকভাবে অল্প পরিমাণ ব্যবসাই করেছি, কারণ তাদের শুল্কহার অত্যন্ত বেশি — বিশ্বে সর্বোচ্চগুলোর মধ্যে একটি — এবং তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-মৌলিক (অর্থনৈতিক নয় এমন) বাণিজ্যিক বাধা তৈরি করে রেখেছে। এছাড়া, তারা সবসময় তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে কিনে এসেছে এবং বর্তমানে রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি ক্রেতা, চীনের পাশাপাশি। এই সময়ে যখন সবাই রাশিয়াকে ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানাচ্ছে — এই বিষয়গুলো মোটেই ভালো নয়!

অতএব, ভারত ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে, পাশাপাশি উপর্যুক্ত কারণগুলোর জন্য একটি অতিরিক্ত জরিমানাও গুণতে হবে।

আবির

×