
ছবি: সংগৃহীত
লন্ডন থেকে স্কটল্যান্ডগামী ইজিজেটের একটি ফ্লাইটে মাঝআকাশে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। এক যাত্রীর বোমা হামলার হুমকির কারণে বিমানটিকে গ্লাসগো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। এই চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
লন্ডনের লুটন থেকে গ্লাসগো যাওয়ার পথে, স্থানীয় সময় সকাল ৮টার কিছু আগে এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে ওঠেন—"আমি বিমানটি উড়িয়ে দেব", "আমেরিকার মৃত্যু হোক", "ট্রাম্পের মৃত্যু হোক" ইত্যাদি। তিনি বারবার আরবিতে "আল্লাহু আকবার" বলছিলেন, যা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
এই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তির নাম অভয় দেবদাস নায়ক, যাকে ভারতের নাগরিক বলে চিহ্নিত করা হয়েছে। তবে তিনি বর্তমানে লুটনের বাসিন্দা।
টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিমানকর্মীদের প্রতি আক্রমণাত্মক আচরণ ও নারী ক্রুদের ধাক্কা দেওয়ার অভিযোগও রয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হলে এক পুরুষ যাত্রী অভিযুক্তকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং জাপটে ধরেন। পরে আরও দুই যাত্রী এগিয়ে এসে তাকে কাবু করেন ও তার পকেট ও ব্যাগ তল্লাশি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্তের পকেট থেকে রিফিউজি স্ট্যাটাস কার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, পুরো ঘটনাটি তিনি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বার্তা দেওয়ার জন্য করেছেন।
ইজিজেট ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে গ্লাসগো বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে জরুরি অবতরণ করে। পুলিশ এসে অভিযুক্তকে হ্যান্ডকাফ পরিয়ে বিমান থেকে সরিয়ে নেয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা বাহিনী ও দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কটল্যান্ডেই ব্যক্তিগত সফরে ছিলেন এবং গলফ রিসোর্টে সময় কাটাচ্ছিলেন। ফলে ঘটনাটি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বর্তমানে কাউন্টার টেরোরিজম ইউনিট পুরো বিষয়টি তদন্ত করছে। ফ্লাইটের ভেতরে ধারণ করা ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।
এই ঘটনার পর ইউরোপজুড়ে অভিবাসন নীতি ও বিমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে ইজিজেট জানিয়েছে, তাদের কর্মীরা যথাযথ পদ্ধতিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
ছামিয়া