ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ডেমরায় র‌্যাব সেজে ডাকাতি, চালক শাকিল কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ডেমরা, ঢাকা

প্রকাশিত: ২১:০০, ৩০ জুলাই ২০২৫

ডেমরায় র‌্যাব সেজে ডাকাতি, চালক শাকিল কারাগারে

রাজধানীর ডেমরায় র‌্যাব পরিচয়ে সংঘটিত নাটকীয় ট্রাক ডাকাতির ঘটনায় চালক মো. শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ঘটনাটি ঘটে ২৫ জুলাই রাত ১০টার দিকে রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকায়। এ ঘটনার তিন দিন পর, ২৮ জুলাই রাতে ব্যবসায়ী ইব্রাহিম মুন্সি ডেমরা থানায় অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন ২৯ জুলাই রাতে প্রযুক্তির সহায়তায় পুলিশ ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাকিল ভোলার দক্ষিণ আইচা থানার আল কলমি গ্রামের ইমান হোসেনের ছেলে।

ডেমরা থানা পুলিশ জানায়, গত ২৫ জুলাই রাতে রূপগঞ্জের গ্লোব অয়েল মিল থেকে পাইকারি তেল ব্যবসায়ী ইব্রাহিম মুন্সি তার মোকামের জন্য ৬০ ব্যারেল পাম অয়েল (মূল্য আনুমানিক ১৭ লাখ ৫০ হাজার টাকা) কিনে ঢাকার কামরাঙ্গীরচরে পরিবহনের জন্য ঢাকা মেট্রো–ট–১১–৪৩২৫ নম্বরের একটি ট্রাক ভাড়া করেন। ওই রাতেই ট্রাকটি রওনা হয় এবং বিষয়টি ফোনে নিশ্চিত করেন ট্রাক মালিক তাজুল ইসলাম।

২৬ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে ট্রাক মালিক তাজুল ইসলাম ফোনে ব্যবসায়ী ইব্রাহিম মুন্সিকে জানান, ট্রাক ও তেল ডাকাতি হয়েছে। তিনি জানান, আগের রাত ২৫ জুলাই রাত ১০টার দিকে ট্রাকটি ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের বাশেরপুল এলাকায় পৌঁছালে একটি কালো মাইক্রোবাস এসে পথরোধ করে। মাইক্রোবাসে থাকা র‌্যাবের পোশাক পরা পাঁচজন ব্যক্তি ‘স্যার ডাকছেন’ বলে চালক শাকিলকে নামিয়ে চোখ বেঁধে গাড়িতে তুলে নেয় এবং পরে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকায় ফেলে রেখে যায়। ডাকাতদের পরনে র‌্যাবের কটি, হাতে হ্যান্ডকাফ ও ইলেকট্রিক শক মেশিন ছিল। তারা ঢাকার আঞ্চলিক ভাষা ও ভিন্ন ভিন্ন উপভাষায় কথা বলছিল। এরপর চালক শাকিল নিখোঁজ ছিলেন। পরে পুলিশ মুন্সীগঞ্জের গজারিয়া থানার ভাটেরচর এলাকা থেকে ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করলেও ১১,১৬০ কেজি ওজনের পাম অয়েল উদ্ধার সম্ভব হয়নি।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, শাকিলকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এলোমেলো ও সন্দেহজনক হওয়ায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছি। তাই অধিকতর তদন্তের জন্য তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Mily

আরো পড়ুন  

×