ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আনোয়ারায় সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০০, ৩০ জুলাই ২০২৫

আনোয়ারায় সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকা ফুলতলী পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ২৭ বছর। তাঁর পরনে ছিল কেবল একটি ট্রাউজার।

স্থানীয়দের ভাষ্য, দুপুরে সৈকতে ভেসে আসা মরদেহটি দেখতে পেয়ে এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। এরপর খবর পেয়ে বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বারআউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহমান জানান, মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সানজানা

আরো পড়ুন  

×