ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

শিবালয়ে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ 

প্রকাশিত: ২০:৫৫, ৩০ জুলাই ২০২৫

শিবালয়ে মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান

মানিকগঞ্জের শিবালয়ে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, শুভেচ্ছা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহি অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক ঢাকা অঞ্চলের উপপরিচালক মাহাবুবা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশ গঠনে আগামীর নেতৃত্ব দেবে। আজ যারা পুরস্কার পেয়েছে, তারা শুধু নিজেদের নয়, এরা পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের গর্ব। সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
এ পুরস্কার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে।

 

রাজু

আরো পড়ুন  

×