ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

যে শহরে থাকলেই মিলবে ৬০ লাখ টাকা, র্শত শুধু একটাই

প্রকাশিত: ১৬:৫৩, ৩০ জুলাই ২০২৫

যে শহরে থাকলেই মিলবে ৬০ লাখ টাকা, র্শত শুধু একটাই

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের পোউনি শহরে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। শহরটিতে বসবাসের জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের সহায়তা।

এই অর্থ নগদ নয়, তবে এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে। অর্থাৎ, আপনি যদি শহরটিতে একটি বাড়ি কেনেন, সরকার আপনার পক্ষ থেকে শুরুতে ওই টাকা পরিশোধ করবে। পরবর্তী খরচ আপনাকে বহন করতে হবে।

শহরটি বাসযোগ্যতার দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, সুইমিং পুল সবকিছুই রয়েছে হাঁটার দূরত্বে। এছাড়াও, রয়েছে হাইকিং ট্রেইল, মাছ ধরার জায়গা এবং নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ।

তবে প্রশ্ন হতে পারে—শহরটি এত উদার কেন?

এর পেছনে রয়েছে জনসংখ্যা হ্রাসের বাস্তবতা। দিন দিন পোউনিতে বাসিন্দার সংখ্যা কমে যাচ্ছে। সেই ঘাটতি পূরণ করতেই এই আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে।

যারা এই সুবিধা নিতে পারবেন, তারা হলেন:

  • পরিবার নিয়ে শহর বদল করতে আগ্রহী লোকজন

  • অবসরপ্রাপ্ত নাগরিকরা

  • একক পেশাজীবী

  • বিশেষ করে যাঁরা ঘরে বসে (রিমোট) কাজ করেন

তবে যোগ্যতা পাওয়ার জন্য থাকতে হবে একটি নির্দিষ্ট বার্ষিক আয়সীমার ভেতরে।

নতুন পরিবেশ, নিসর্গ ঘেরা শান্ত জীবন আর বাড়ি কেনার সহায়তা—সব মিলিয়ে ‘পোউনি’ হতে পারে নতুন জীবনের দারুণ এক শুরু।

সূত্র: নিউজউইক

নুসরাত

×