ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নাটকের বাজার মন্দা

নাজমুন নাহার নিশি

প্রকাশিত: ২১:০১, ৩০ জুলাই ২০২৫

নাটকের বাজার মন্দা

টিভি ও অনলাইন মাধ্যমের জন্য নাটক নির্মাণ কমে গেছে

টিভি ও অনলাইন মাধ্যমের জন্য নাটক নির্মাণ কমে গেছে। কয়েক মাস ধরে যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাটক ইন্ডাস্ট্রি। ঈদের পর এ অবস্থা আরও প্রকট আকার ধারণ করেছে। এর আগে ৯ মাস ধরে কাজ নেই বলে জানিয়েছিলেন অভিনেত্রী নওশাবা। সম্প্রতি কাজ না পেয়ে অভিনেত্রী মৌ শিখার আক্ষেপ আরও নাড়া দিয়েছে। কারণ কাজ না থাকায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
মূলত গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশের চলমান নানা ইস্যুর কারণে কাজ কমে গেছে বলে দাবি করেছেন কেউ কেউ। অনেকে আবার বলছেন স্পন্সরশিপ সংকট ও অনলাইন মাধ্যমে (ফেসবুক- ইউটিউবে) আয়ের রেশিও একেবারে তলানিতে নেমে আসাতেই এই কাজ কমে যাওয়া। কারণ যাই হোক না কেন মোদ্দা কথা নাটক ইন্ডাস্ট্রি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। টেলিভিশনের পর এবার অনলাইন বিভিন্ন মাধ্যমের জন্য নাটক নির্মাণেও পড়েছে ভাটা।
টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্রে জানা যায়, এবারের ঈদে গত চার বছরের তুলনায় সবচেয়ে কম নাটক প্রচার হয়েছে। এ সংগঠন থেকে আরও জানা যায়, শুধু ঈদেই নয়, ঈদের পরও নাটক নির্মাণের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছে। যে কারণে বেশির ভাগ শিল্পী ও কলাকুশলীই শূটিং থেকে দূরে। নাটক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেকেই বেকার হয়ে পড়ছেন বলেও মন্তব্য প্রতিষ্ঠানটির।
নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দীন লাভলু বলেন, ‘টেলিভিশনে একক নাটকে বাজেট থাকে দুই থেকে আড়াই লাখ টাকা। কোনো কোনো ক্ষেত্রে আরেকটু বেশিও হয়। ইউটিউবের জন্য একটি নাটকে আট থেকে দশ লাখ টাকা খরচও হচ্ছে। ইউটিউব-ফেসবুকে যেহেতু ভিউ বেশি, এজন্য এসব নাটকে স্পন্সর বেশি। বর্তমানে টেলিভিশন নাটক খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে। এর পেছনে আরেকটা কারণ হলো দেশের রাজনৈতিক অবস্থা। নাটকে বাজেট না বাড়লে হাজারো শিল্পী কাজ হারাবেন।
আগে প্রতি মাসে দুটি কনটেন্ট নিজের প্ল্যাটফর্মে মুক্তি দিলেও এখন তা কমিয়ে একটি কনটেন্ট মুক্তি দিচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা মোহাম্মাদ মোস্তফা কামাল রাজ। সেই সঙ্গে শিল্পীদের কাজ কমে যাওয়ার দুটি কারণ উল্লেখ করলেন এই নির্মাতা।  তার ভাষ্য, ‘কাজ কমে যাওয়ার বিষয়টি কেবল শিল্পীদের ক্ষেত্রে নয় বরং বাংলাদেশের অনেক সেক্টরেই। আগে প্রতি মাসে আমি আমার প্ল্যাটফর্ম থেকে দুটি নাটক রিলিজ করতাম, গত দুই মাস হলো আমি একটি রিলিজ করছি। এর কারণ হিসেবে আমি দুটি বিষয় বলব। এক. ফেসবুক ও ইউটিউবে রেভিনিউ কমে গেছে। দুই. আগের তুলনায় আমরা স্পন্সর পাচ্ছি না। এর বাইরে আমি কোনো কারণ দেখি না। 
এদিকে দর্শক যাদের নাটক বেশি দেখতেন তারাও এখন অনিয়মিত। বিশেষ করে জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী, আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরের মতো শিল্পীরা এখন ছোট কাজ করছেন না। ফলে নাটকের চাহিদাও কমেছে। এছাড়া ঈদের পর নিয়মিত অভিনয়শিল্পীদের মধ্যে নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহান, ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, তানিয়া বৃষ্টিসহ একাধিক শিল্পীকে নিয়মিত কাজে ফিরতে দেখা যায়নি।
কাজ কমে যাওয়ার বিষয়টি টেনে অভিনেতা তৌসিফ মাহবুব বললেন, ‘আগের চেয়ে সব শিল্পীরই কাজ কমেছে। এখানে অভিনয়শিল্পীদের কিছু করার নেই। এটি সম্পূর্ণ নির্ভর করছে প্রযোজকদের ওপর। কারণ, তারা যদি একটি প্রজেক্ট হাতে না নেন, তাহলে কাজ হবে কীভাবে?’
রাজধানীর উত্তরায় ১২টির বেশি শূটিং বাড়ি ছিল। এই সংখ্যা এখন অর্ধেকে নেমেছে। লাবণী শূটিং হাউসের মালিক আসলাম হোসাইন জানালেন মূলত লোকসানের কারণেই এই কমে যাওয়া। তার ভাষ্য, ‘এখন আয় নেই। কোনো মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা লাভ হয়। আর ঈদে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়। অনেকের অবস্থা আরও বেশি খারাপ। গত বছরের ৫ আগস্টের পর থেকে অবস্থা আরও খারাপ হওয়া শুরু হয়েছে। যতদূর শুনেছি লগ্নিকারকরা এগিয়ে আসছেন না।’
নাটকে কাজ কমে যাওয়ার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, ‘কাজ কমে যাওয়ার বিষয়টি আমাদের ওপর নির্ভর করে না। এটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের ওপর নির্ভরশীল। গত চার-পাঁচ মাস ধরে ভয়াবহ রকমের কাজ কম। এছাড়া প্রযোজক ও স্পন্সর যখন এমন পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নেন তখন আমাদেরই বা কী করার আছে। আমাদের শিল্পী-কলাকুশলীরা ব্যাপক সমস্যার মধ্যে আছে। অনেকের সাংসরিক অবস্থাও খুব একটা ভালো না। বলতে গেলে করোনাকালের মতো অবস্থা।’

তবে কিছুটা ভিন্ন কথা বললেন নাট্য প্রযোজক সমিতির নেতা সাজু মুনতাসির। ‘কাজ যে একেবারে কমে গেছে এমনটা না। কিছু কাজ হচ্ছে। মূলত, চ্যানেলগুলো খুব বেশি বিজ্ঞাপন পাচ্ছে না। দেশের পরিস্থিতির কারণে স্পন্সর সংকট রয়েছে। এছাড়া ইউটিউব ও ফেসবুক থেকে আয়ও কমেছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন কোন দিকে যায়, সেটির ওপর নির্ভর করে সামনে লগ্নি হবে। এখন কাজ কিছুটা কম আছে। এটি কিছুদিন পর ঠিক হয়ে যাবে বলে আমি মনে করি।

প্যানেল হু

×