ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল ইউনিটের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৭:২৮, ৩০ জুলাই ২০২৫

রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল ইউনিটের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

সোসাইটির মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলম বরিশাল রেডক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালের অতিরিক্ত বিভাগীয় (সার্বিক ও জেলা পরিষদের প্রশাসক) পদাধিকার বলে চেয়ারম্যান, এয়ার কমরোড শাহআলম ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন সেক্রেটারি এবং অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, আলী আজগর ফকির, জুলহাস উদ্দিন মাসুদ, সাব্বির নেওয়াজ সাগর, জসীম উদ্দিন খান, মামুন রেজা খান, এসএম মাকিন আবেদীন, আরিফুর রহমান বাবুকে সদস্য করে ১১ সদস্যর এডহক কমিটি গঠন করা হয়।

সূত্রে আরও জানা গেছে, এডহক কমিটি আগামী ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব  পালন করবেন। এরইমধ্যে সোসাইটির গঠনতন্ত্রের আর্টিক্যাল ৯ বি (৩) এর বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে। যার মেয়াদ আর্টিক্যাল ৯৮ বি (৪) এর বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।  

তাসমিম

×