ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

ইতিহাসে প্রথমবার বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড বাংলাদেশ

প্রকাশিত: ০০:২৬, ৩০ জুলাই ২০২৫

ইতিহাসে প্রথমবার বৈদেশিক ঋণ পরিশোধে রেকর্ড বাংলাদেশ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৪–২৫ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে ৪.০১ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ২১ শতাংশ বেশি।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ঋণ পরিশোধের ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৩৯০ কোটি টাকায়। এ অবস্থায় সরকারের ওপর আর্থিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

একই সঙ্গে বৈদেশিক সহায়তার পরিমাণও হ্রাস পেয়েছে। ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ মোট ৮.৫৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পেয়েছে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। পাশাপাশি ঋণ প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৮.৩২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ কম।

ERD বলছে, বৈদেশিক সহায়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে চাপ বেড়েছে। উন্নয়ন প্রকল্প চালু রাখতে এবং বাজেট সহায়তা নিশ্চিত করতে বৈদেশিক উৎসে অর্থপ্রবাহ বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ঋণ পরিশোধে সক্ষমতা বাড়ানো সরকারের জন্য ইতিবাচক দিক হলেও, নতুন বৈদেশিক সহায়তা হ্রাস পাওয়া দীর্ঘমেয়াদে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার পুনর্বিন্যাস এবং বিকল্প অর্থায়নের কৌশল তৈরি এখন সময়ের দাবি।

Jahan

×