
বরিশাল: মাদকাসক্ত একমাত্র ছেলেকে হত্যার পর বাবা ও মায়ের থানায় আত্মসমর্পণ (বামে), ছেলের হাতে বাবা খুন ও নিহত অনিম। ফাইল ফটো
বরিশালে মাদকাসক্তের ঘটনায় খুনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত তিনদিনের ব্যবধানে মাদকাসক্তের ঘটনায় দুইটি খুনের ঘটনা ঘটেছে। এরপূর্বে মাদক সংশ্লিষ্ট আরও একটি মৃত্যুর ঘটনা নিয়েও রহস্যের জট খুলতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় বাসিন্দা জাফর গাজীর একমাত্র পুত্র সন্তান হাসান গাজী (২০) সম্প্রতি সময়ে মাদকাসক্ত হয়ে পড়ে। বাবা ও মা তাকে মাদক থেকে ফেরানোর চেষ্টা করলে প্রায়ই তাদের মারধর করতো ছেলে হাসান গাজী।
গত ২৯ জুলাই দুপুরে মাদক সেবনের জন্য তার বাবার কাছে টাকা দাবি করে হাসান। এসময় টাকা না দেয়ায় মাদকাসক্ত হাসান ঘরে ভাঙচুর চালিয়ে তার বাবা জাফর গাজীকে মারধর শুরু করে। এসময় হাসানের মা নাজমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে মাদকাসক্ত একমাত্র ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ও মা মিলে তাদের অতি আদরের একমাত্র ছেলেকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই হাসান মারা যান। পরে স্বামী-স্ত্রী দুইজনে থানায় এসে আত্মসমর্পণ করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।
এরপূর্বে গত ২৭ জুলাই বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে মাদক ক্রয়ের জন্য টাকা চেয়ে না পেয়ে জন্মদাতা বাবা শাহ আলম খানকে (৬৫) ছুরিকাঘাত করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ছেলে শাহরিয়ার শিমুল (৩৫)।
মৃত শাহ আলম খান ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমান খানের ছেলে। ঘটনার পর পরই এলাকাবাসী মাদকাসক্ত শাহরিয়ার শিমুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, মাদকের টাকার জন্য শিমুল প্রায়ই তার বাবাকে মারধর করতো। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম।
অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাউদের খালপাড় এলাকার বাসিন্দা স্বপন সরদারের একমাত্র ছেলে অনিম সরদারের (২২) রহস্যজনক মৃত্যু নিয়েও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সূত্রমতে, গত ২২ জুন অনিম সরদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দক্ষিণাঞ্চলের শীর্ষ ইয়াবা ডিলার হিরা মাঝির বিশ্বস্ত সহযোগী মাদক কারবারী শাওন সরদার। ওইদিন রাত বারোটার দিকে অনিম মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হওয়ার খবর প্রচার করে তাকে (অনিম) বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরেরদিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় অনিম মৃত্যুবরণ করেন।
যুবদল নেতা স্বপন সরদার অভিযোগ করে বলেন, যেখানে বসে অনিমের দুর্ঘটনার কথা বলা হয়েছে তাৎক্ষনিক সেখানে গিয়ে কোন দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। যেকারণে মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে।
সূত্রমতে, অনিম সরদারও মাদক বিক্রির সাথে জড়িত ছিলো। যেকারণে এলাকাবাসী ধারণা করছেন, মাদক বিক্রি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে অনিম সরদারকে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে প্রচার করা হয়েছে। তবে রহস্যজনক কারণে থানা পুলিশ বিষয়টি নিয়ে কোন পদক্ষেপই গ্রহণ করেননি।
গৌরনদী মডেল থানায় সদ্য যোগদান করা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, যদিও বিষয়টি আমি থানায় যোগদান করার পূর্বের ঘটনা। তারপরেও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।
নোভা