ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জীবনে অভিশাপ নেমে আসা রিক্সাওয়ালা শাহজাহান’কে খুঁজে পেলেন বান্নাহ, আরো যা জানা গেল!

প্রকাশিত: ০১:২২, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০১:৩১, ৩০ জুলাই ২০২৫

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জীবনে অভিশাপ নেমে আসা রিক্সাওয়ালা শাহজাহান’কে খুঁজে পেলেন বান্নাহ, আরো যা জানা গেল!

আল্লাহর অশেষ রহমতে আমি রিক্সাওয়ালা শাহজাহান ভাইকে খুঁজে পেয়েছি বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে জানিয়েছেন চিত্র ও নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। রিক্সাওয়ালা শাহজাহানের একটি সাক্ষাৎকার নিয়েছেন বান্নাহ, যেখানে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় তার জীবনে কীভাবে অভিশাপ নেমে এসেছিল বিগত সরকারের আমলে।

৭ নভেম্বর ২০২৩ সালে রিক্সাওয়ালা শাহজাহান 'দেশের পত্র' নামক একটি গণমাধ্যমের ভিডিওতে বলেছিলেন, মানুষের বাক স্বাধীনতায় তো নাই মানুষ তো কথা বলতে পারতেছে না। একজন মানুষ যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বাজারে গিয়ে গুমরে কাঁদে ভাই। কোটি কোটি টাকার মাথা পিছু ঋণ আজকে বাংলাদেশে। আপনি আমি ঋণ করছি! সরকারের বাবার টাকা দিয়ে উন্নয়ন করতেছে! করতেছে না। আমার আপনার টাকা দিয়ে দেশ উন্নয়ন হচ্ছে। 

এই বক্তব্যের পরে শাহজাহানের জীবনে নেমে আসে অন্ধকার। ডিজিটাল সিকিউরিটি আইনে তার বিরুদ্ধে ৪টি মামলা করা হয়। 

 
 
 
 

রিফাত

×