ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জামালপুরে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, জামালপুর 

প্রকাশিত: ১৬:৪৬, ৩০ জুলাই ২০২৫

জামালপুরে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক

ছবি: দৈনিক জনকন্ঠ।

জামালপুরে আন্তঃনগর ট্রেনের ২১টি আসনের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৩০ জুলাই) ভোরে ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইসলামপুর উপজেলার বিন্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে টিকিট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ইসলামপুর থেকে ১৫টি টিকিট ও ১ হাজার ৮৪০ টাকাসহ বিন্টুকে এবং তার দেওয়া তথ্যে মেলান্দহ থেকে ৬টি টিকিট ও ১ হাজার ৬০০ টাকাসহ বিল্লালকে আটক করা হয়।

তদন্তে জানা যায়, তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন।

মিরাজ খান

×