ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

টেম্পেস্ট: আসছে নতুন যুদ্ধবিমান যা বদলে দেবে আকাশ যুদ্ধের নিয়ম

প্রকাশিত: ১৬:৪০, ৩০ জুলাই ২০২৫

টেম্পেস্ট: আসছে নতুন যুদ্ধবিমান যা বদলে দেবে আকাশ যুদ্ধের নিয়ম

ছবি:সংগৃহীত

বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি এখন প্রস্তুতির শেষ ধাপে। ব্রিটেন, ইতালি এবং জাপানের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই যুদ্ধবিমান, যার নাম টেম্পেস্ট। এটি শুধু একটি বিমান নয় — এটি হচ্ছে আগামী দশকের জন্য প্রযুক্তি আর প্রতিরক্ষার এক যুগান্তকারী মাইলফলক।

ব্রিটেনে তৈরি এই বিমানটি হচ্ছে গত ৪০ বছরে তাদের তৈরি প্রথম সম্পূর্ণ নতুন যুদ্ধবিমান। তবে এই প্রকল্প শুধু একটি ফাইটার জেট বানানোর বিষয় নয়, বরং একটি নতুন ধরনের সামরিক-প্রযুক্তিগত দর্শন গড়ে তোলার প্রচেষ্টা।

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি
বিমানটির প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণের কাজ প্রায় ৬৫% সম্পন্ন হয়েছে। এতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি:

3D প্রিন্টিং — দ্রুত প্রোটোটাইপ তৈরি করতে

ভার্চুয়াল সিমুলেশন ও ডিজিটাল টুইন — ডিজাইন পরীক্ষায় সহায়তা করে

কোবোটিক্স — এমন রোবট যারা মানুষের পাশে নিরাপদভাবে কাজ করতে পারে

উল্লেখযোগ্য বিষয় হলো, বিমানটি এখনও বাস্তবে উড়েনি, কিন্তু ভার্চুয়াল সিমুলেশনেই পাইলটরা ইতোমধ্যে ৩০০ ঘণ্টার বেশি সময় এর ককপিটে কাটিয়েছেন। এর ফলে আগেভাগেই উন্নত করা যাচ্ছে এর ফ্লাইট কন্ট্রোল ও ডিজাইন।

কী থাকছে টেম্পেস্টে?
এই যুদ্ধবিমানটি অনেকদিক থেকেই অনন্য। এখানে থাকছে এমন সব বৈশিষ্ট্য যা কল্পবিজ্ঞানকে বাস্তব করে তুলেছে:

মানুষ ছাড়াও চালানো যাবে — অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ করতে সক্ষম

F-35 এর চেয়ে দ্বিগুণ অস্ত্র বহনের সক্ষমতা

ট্রান্সআটলান্টিক (অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি) ফ্লাইট করার ক্ষমতা — কোনো পুনরায় জ্বালানি ছাড়াই

শক্তিশালী বিদ্যুৎ ব্যবস্থাপনা — ভবিষ্যতের লেজার বা হাইপারসনিক অস্ত্র চালাতে পারবে

AI এবং মেশিন লার্নিং প্রযুক্তি

“Loyal Wingman” প্রযুক্তি — একাধিক ড্রোন স্কোয়াড্রনকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবে

ভার্চুয়াল ককপিট — মিশনের প্রয়োজন অনুযায়ী সহজেই রূপান্তরযোগ্য

একটি দেশের ভবিষ্যতের বিনিয়োগ
প্রকল্প পরিচালক টনি গডবল্ড বলেন, “আমরা শুধু একটি যুদ্ধবিমান তৈরি করছি না — আমরা তৈরি করছি ভবিষ্যতের প্রযুক্তি, দক্ষ জনবল, এবং এমন একটি প্রস্তুত শিল্প ব্যবস্থা যা বহু বছর ধরে দেশের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ধরে রাখবে।”

এই প্রকল্পের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। নতুন নতুন প্রযুক্তি, ডিজাইন ও উৎপাদনের কৌশল পরবর্তীতে শিল্প ও বেসামরিক খাতেও ছড়িয়ে পড়বে।

প্রশ্ন: এত উন্নত প্রযুক্তি কি শুধুই যুদ্ধের জন্য?
এত শক্তিশালী ও উন্নত প্রযুক্তি কেবল যুদ্ধের জন্য ব্যবহার করা হবে কি না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। সত্যি বলতে, ইতিহাস বলছে — অনেক সামরিক প্রযুক্তিই পরে আমাদের দৈনন্দিন জীবনে উপকারে এসেছে। যেমন ইন্টারনেট, GPS, এমনকি উন্নত চিকিৎসা যন্ত্রপাতিও প্রথমে সামরিক গবেষণা থেকেই এসেছে।

তবুও, সময় এসেছে ভাবার: আমরা এই প্রযুক্তিকে কেবল প্রতিযোগিতার হাতিয়ার হিসেবে দেখব, নাকি এগুলো দিয়ে মানবতার উন্নতিও নিশ্চিত করব?
 

 

মারিয়া

আরো পড়ুন  

×