
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে নিহত হয়েছেন অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এ কাজ করা বিশিষ্ট ফিলিস্তিনি কর্মী ওদেহ হাথালিন। সোমবার (২৮ জুলাই) দুপুরে পশ্চিম তীরের উম্মে আল-খাইর গ্রামে এই ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হাথালিন তার গ্রামে একটি সড়কের ধারে অবস্থান করছিলেন। এ সময় এক ইহুদি বসতি স্থাপনকারী তার বুকে গুলি চালায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
‘নো আদার ল্যান্ড’ ছবিটির সহপরিচালক এবং ইসরায়েলি অনুসন্ধানী সাংবাদিক ইউভাল আব্রাহাম সামাজিক মাধ্যমে জানান, গুলিটি হাথালিনের শরীরের উপরের অংশে লাগে এবং গুরুতর জখম হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরবর্তীতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে আটক করে এবং পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার দেখানো হয়। তবে পুলিশের পক্ষ থেকে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, উম্মে আল-খাইরের কাছে একটি বসতির পাশে কিছু ‘সন্ত্রাসী’ পাথর নিক্ষেপ করছিল। তবে স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব দাবি অনেক ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্ত ছাড়াই তুলে ধরা হয়।
ইসরায়েলি পার্লামেন্টের বামপন্থী সদস্য ওফের কাসিফ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দেশটির অ্যাটর্নি জেনারেলকে চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্য দিবালোকে, ক্যামেরার সামনে, কোনো শাস্তির ভয় ছাড়াই। এটি দখলদারদের দায়মুক্তির একটি চরম উদাহরণ।’
নো আদার ল্যান্ড চলচ্চিত্রটি গত ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্র বিভাগে অস্কার জয় করে। এই চলচ্চিত্রে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান ও বসতি সম্প্রসারণ নিয়ে কাজ করেছেন বাসেল আদ্রা, ইউভাল আব্রাহামসহ আরও কয়েকজন নির্মাতা। ইনস্টাগ্রামে এক প্রতিক্রিয়ায় বাসেল লিখেছেন, ‘সে তার গ্রামের সামনে দাঁড়িয়ে ছিল, তখনই এক বসতি স্থাপনকারী গুলি চালায়, যা তার বুকে লাগে। এভাবেই একে একে আমাদের শেষ করে দিচ্ছে ইসরায়েল।’
জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে নিহত হয়েছেন অন্তত ৯৬৪ জন ফিলিস্তিনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে গণ্য করা হয়।
সূত্র: আল জাজিরা।
রাকিব