ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

দেবীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ১৭:১৫, ৩০ জুলাই ২০২৫

দেবীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুলতানা আক্তার রত্না (২০) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলা সদরের মাঝাপাড়া গ্রামে একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রত্না ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে এবং দেবীগঞ্জ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে প্রতিবেশী এক কৃষক তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে ওই কলেজ ছাত্রীকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হলে পুলিশকে খবর দেওয়া হয়। রত্নার মরদেহ উদ্ধারের সময় তার সঙ্গে কাপড়সহ একটি কাপড়ের ব্যাগ, দুইটি সেদ্ধ ডিম এবং এক হাতে মোবাইল ফোনের একটি কাভার পাওয়া যায়।

রত্নার বড় ভাই মামুন ইসলাম জানান, সকাল সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে ওষুধ দিতে গিয়ে মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আমি ছুটে গিয়ে দেখি, আমার বোন। এরপর বোনকে কোলে তুলে বাসায় নিয়ে আসি।

রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, রাতে বাড়ি ফেরার পর রত্না আমাকে ভাত খেতে দেয়। রাত দেড়টা পর্যন্ত জেগে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি, মেয়ের ঘরের দরজা খোলা। স্ত্রী জানায় মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পর খবর পাই ধান খেতে আমার মেয়ের মরদেহ পরে আছে।

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, পুলিশের পাশাপাশি সিআইডি'র ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি একটি হত্যাকাণ্ড। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

আবির

×