ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৭:১৫, ৩০ জুলাই ২০২৫

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে গরু বিতরণ

রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. অমল কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপম চন্দ্র মহন্ত, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রমেন রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. করিমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ উপকারভোগীরা প্রমুখ।  

সানজানা

×