ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ডাসারে প্রবাসীর পাকা স্থাপনা ভাংচুর, আদালতে মামলা দায়ের

মো. জাফরুল হাসান, কালকিনি

প্রকাশিত: ১৭:০৬, ৩০ জুলাই ২০২৫

ডাসারে প্রবাসীর পাকা স্থাপনা ভাংচুর, আদালতে মামলা দায়ের

ছবিঃ সংগৃহীত

মাদারীপুরের ডাসারে মো. ইলিয়াস হাওলাদার (৪৫) নামে এক আমেরিকা প্রবাসীর নির্মাণাধীন পাকা স্থাপনা ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভূক্তভোগী পরিবারের দাবি, ওই প্রবাসী চাঁদা না দেয়ায় রাতে তার নির্মাণাধীন স্থাপনাটি ভেকু (বুলডোজার) দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশ।

এ ঘটনায় প্রবাসীর মা তাসলিমা বেগম বাদী হয়ে স্থানীয় প্রভাবশালী জাকির সরদারসহ আটজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে আসামিপক্ষ বিভিন্নভাবে ওই পরিবারকে হুমকি দিয়ে আসছে বলে জানিয়েছে ভূক্তভোগী পরিবার।

মামলা, পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে আমেরিকা প্রবাসী ইলিয়াস হাওলাদার তার নিজ মালিকানাধীন জমিতে পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন। এরপর স্থানীয় প্রভাবশালী জাকির সরদারসহ কয়েকজন তার মায়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

তাদের দাবিকৃত টাকা না দেয়ায় জাকির সরদারের নেতৃত্বে রাতে ভেকু দিয়ে ওই নির্মাণাধীন স্থাপনাটি ভেঙ্গে ফেলা হয়। বাধা দিতে গেলে হামলার শিকার হন প্রবাসীর মা তাসলিমা বেগম, নাসির ও কামাল হাওলাদার।

খবর পেয়ে ডাসার থানার এসআই মো. মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় তাসলিমা বেগম বাদী হয়ে জাকির সরদার, রুপাই সরদার, নুর ইসলাম সরদার, মহন ঢালী, কুদ্দুস ঢালী, গিয়াসউদ্দিন ঢালী, মজিবার হাওলাদার ও সাহেম মাতুব্বরকে আসামি করে আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিপক্ষ নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে, যার ফলে প্রবাসীর পরিবার চরম আতঙ্কে রয়েছে।

মামলার বাদী তাসলিমা বেগম বলেন, “আমার আমেরিকা প্রবাসী ছেলে মো. ইলিয়াস হাওলাদার আমাদের নিজ জমিতে পাকা স্থাপনার কাজ শুরু করলে স্থানীয় জাকির ও তার লোকজন আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা না দিলে তারা রাতে ভেকু দিয়ে আমাদের স্থাপনাটি ভেঙ্গে ফেলে। বাধা দিলে আমাদের মারধর করে আহত করে। থানায় সহযোগিতা না পেয়ে আমরা আদালতে মামলা করেছি। আমরা ন্যায়বিচার চাই।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

 

মারিয়া

×