ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের স্মরণে উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরামের দোয়া অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:৩৫, ৩০ জুলাই ২০২৫; আপডেট: ০১:৫৯, ৩০ জুলাই ২০২৫

মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের স্মরণে উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরামের দোয়া অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

জুলাই শহীদ ও ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীদের স্মরণে রাজধানী উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে উত্তরা ১২ নাম্বার প্রিয়াঙ্কা সিটিতে উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরাম এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইদুর রহমান বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব, মো: মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক, মো: কফিল আহমেদ ও মো: আফাজ উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিলে সঞ্চালনা করেন, উত্তরাস্থ সিরাজগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য, ইঞ্জিনিয়ার মো: আশরাফুল আলম আলীম।

এ সময় নিহতদের আত্মার মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

সাইদুর রহমান বাচ্চু বলেন, জুলাই এর শহীদেরা আমাদের অনুপ্রেরণা। তারা আমাদের বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখিয়েছেন। আমরা শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। সেইসঙ্গে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমাদের ছোট ছোট যে বাচ্চারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

বিএনপি নেতা বাচ্চু বলেন, আমরা উত্তরাস্থ সিরাজগঞ্জ বাসী ঢাকার বুকে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। কারও বিপদ দেখলে ছুটে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে নিতে হবে। এভাবেই কাজ করলে আগামীর বাংলাদেশ হবে সুখী ও সম্মৃদ্ধির বাংলাদেশ। আমরা আর হিংসা ও অহংকার নিয়ে থাকতে চাইনা।

আসিফ

×