ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

তলিয়ে যাচ্ছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা

ইকবাল হোসেন, রাঙামাটি

প্রকাশিত: ১৬:৫৪, ৩০ জুলাই ২০২৫

তলিয়ে যাচ্ছে সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: জনকণ্ঠ

কয়েকদিনের টানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। পানি বৃদ্ধি পাওয়ায় ডুবতে শুরু করেছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতুর পাটাতন কোথাও কোথাও ৩ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত তলিয়ে গেছে। একই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত আছে।

ছবি: সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ‘উজান থেকে নেমে আসা পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাটাতনে পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে সেতুতে ৩ থেকে ৪ ইঞ্চি উঠে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ তাদের নির্দেশে সাময়িকভাবে সেতুতে পর্যটকসহ সর্বসাধারণের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পানি নেমে গেলে দ্রুত খুলে দেওয়া হবে।

এদিকে দেশ ও দেশের বাহির থেকে বেড়াতে আসা পর্যটকদের ডুবতে থাকা ঝুলন্ত সেতু দেখে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের তথ্য মতে, বর্তমানে হ্রদে পানি মজুদ রয়েছে ১০৫.৬০ এমএসএল।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল হলেও ১০৫ এমএসএল হলেই প্রতিবছর ঝুলন্ত সেতুটি ডুবে যায়।

আবির

×